উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে লিভারপুল। জোতার হ্যাটট্রিকে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। আটলান্টার মাঠে ক্লপ বাহিনীর জয়ের ব্যবধান ৫-০।
‘ডি’গ্রুপের ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। ধীরে ধীরে আধিপত্য শুরু অল রেডদের। ১৬ মিনিটে প্রথম এগিয়ে যায় লিভারপুল। গোলটি করেন জোতা। ৩৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোতাই। প্রথমার্ধে দুই গোল নিয়েই বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধেরই শুরুতেই গোলের দেখা পায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ৪৭ মিনিটে গোল পান মোহাম্মদ সালাহ। দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন সাদিও মানে। সালাহর কাছ থেকে বল পেয়ে আগুয়ান কিপারের ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড।
৫৪ মিনিটে হ্যাটট্রিক পূরুণ করেন জোতা। মানের কাছ থেকে বল পেয়ে গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান তিনি। স্কোর তখন ৫-০। ঘরের মাঠে এরপর গোল শোধের জন্য অনেক চেষ্টা করেছে আটলান্টা। কিন্তু পারেনি।
টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে শীর্ষে লিভারপুল। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আয়াক্স ও আটলান্টা। তিন ম্যাচেই হারা মিডজিল্যান্ড তলানিতে।