১৭ জানুয়ারী ২০২১ তারিখ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সভাপতিত্বে নতুন বছরের প্রথম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও সকল সরকারি কর্মচারীকে নিজ কর্মস্থলে অবস্থানপূর্বক করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজনের মাধ্যমে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানিয়ে মান্যবর সভাপতি তাঁর বক্তব্যে সকল অংশীদারদের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান। এছাড়াও তিনি সকল দপ্তরপ্রধানকে তাঁদের দপ্তর হতে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিতকরণের জন্য অনুরোধ জানান।
সম্মানিত সভাপতি চলমান পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি বর্ধিত সময়ে অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। সভায় কোভিড-১৯ মহামারি মোকাবেলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ভ্যাকসিন সুষ্ঠভাবে বিতরণ করার জন্য উদিষ্ট জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন করার লক্ষ্যে নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। -এনএনসি