১১ জানুয়ারি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনাপূর্বক সংশ্লিষ্ট সকলকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচন সংশ্লিষ্ট সকলকে একে অপরের অংশীজন উল্লেখ করে সভাপতি মহোদয় বলেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে সুসমন্বয়ের মাধ্যমে কাজ করে যেতে হবে।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন, এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনরূপ অবনতি না ঘটে না নিশ্চিত করার জন্য পুলিশ সুপার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার , রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্টদের দিক্ নির্দেশনা প্রদান করেন। -এনএনসি