জার্মানির এনআরভি অঙ্গরাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের সব দলই হেরে গেছে বিরোধী দল সিডিউর কাছে। ইউক্রেন ইস্যুতে নানা সিদ্ধান্তের কারণেই শলজের দলের এই ভরাডুবি বলে মনে করছেন সাধারণ জার্মানরা।
জার্মানির নর্দরাইন ভেস্টফালেন অঙ্গরাজ্যের স্থানীয় সংসদ নির্বাচনে রক্ষণশীল দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিউর কাছে ধরাশয়ী ক্ষমতাসীন বর্তমান জোট সরকারের সবকটি দল। এবারের নির্বাচনে সিডিউ মোট আসন পেয়েছে ৭৬টি, চ্যান্সেলর শলজের দল এসপিডি পেয়েছে ৫৬টি, এফডিপি ১২টি। জোটের আরেক শরিক গ্রিন পার্টি পেয়েছে মোট ৩৯টি আসন। নির্বাচনে হেরে অঙ্গরাজ্যটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রধান নেতা লারস ক্লিংবাইল বলেন, চ্যান্সেলর ওলাফ শলজের জনপ্রিয়তা একদমই কমেনি।
লারস ক্লিংবাইল বলেন, আমরা সিডিইউর কাছে একদম সাফ হেরে গেছি। তারা জিতেছে। আশা করছি, এই অঞ্চলে সরকার গঠন নিয়ে তারা এগিয়ে আসবে। কিন্তু এও বলতে চাই, জোটবদ্ধ হয়ে সরকার গঠনে আমাদের দলের কোনো আপত্তি নেই। আমরা দায়িত্ব নিতে প্রস্তুত। তবে নির্বাচনে বেশির ভাগ মানুষের ভোট ছিল চ্যান্সেলর ওলাফ শলজের জন্য। তাই রাজনীতিতে তার পরিবর্তনের প্রশ্নই আসে না।
এদিকে নির্বাচনে নিরংকুশ বিজয়ী হয়ে ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ফ্রিডরিশ মের্জ অঙ্গরাজ্যটিতে জনগণের চাওয়া অনুযায়ী সরকার গঠনে নিয়ে আশাবাদী।
প্রধান বিরোধীদলীয় নেতা ফ্রিডরিশ মের্জ বলেন, নির্বাচনের ফলাফল প্রমাণ করল এই মুহূর্তে জনগণ কোন দলকে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসপিডির এটি বড় পরাজয়। কারণ এফডিপি, গ্রিন দলসহ এসপিডির জনগণের চাওয়াকে উপেক্ষা করে রাজনীতি করে। নির্বাচনের এই ফল থেকে আশা করছি চ্যান্সেলর শলজ সব বুঝে নিবেন।
গেল ফেব্রুয়ারিতে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে দেশটির সেনাবাহিনীর জন্য বড় আকারের বাজেট বরাদ্দসহ ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের কারণে নানা সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় চ্যান্সেলর শলজসহ তার দলকে। একারণেই প্রাদেশিক নির্বাচনে দলটির এমন ভরাডুবি মনে করছেন অনেকে।