ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগ করে চীনের একজন কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে সাংহাই পুলিশ জানিয়েছে।
৩৯ বছরের লিন কুই বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের আদলে তৈরি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।
একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে মি. লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।
মি. লিনের সব মিলিয়ে একশো কোটি ডলারের বেশি ডলার বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।
এই মৃত্যুর ঘটনার পরে তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন।