নিউজস্বাধীন বাংলা: ফতুল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে এসিড নিক্ষেপে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় সাইফুল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে ফতুল্লার রেললাইন বটতলা থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সন্ধ্যার দিকে ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মুন্নাকে ব্যবসায়ীক বিরোধের জের ধরে কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপিয়ে শরীরে এসিড নিক্ষেপ করে। তাকে উদ্ধার করে প্রথমে ফতুল্লা জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মুন্নাকে গুরতর দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরমর্শ দেন। সৈয়দ মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরাজ হোসেন এর ছেলে। দাপা এলাকায় তারা বসবাস করছেন। সে এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ব্যবসায়ী বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সাইফুলকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, সৈয়দ মুন্নাকে কোপানোর ঘটনায় তার ভাই শাওন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।