বরিশালের ঝালকাঠি জেলাধীন কাঠালিয়ায় জনসাধারণের মাঝে সম্পূর্ণ নিজ উদ্যোগে প্রায় ১৫০ টি ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে দুরন্ত ফাউন্ডেশন, কাঠালিয়া ইউনিট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় কাঠালিয়া সরকারি পাইলট স্কুলের মাঠে বিভিন্ন ধরণের ফলজ গাছের চারা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এ সময়ে কাঠালিয়া সরকারি পাইলট স্কুলের প্রাঙ্গণে কয়েক জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দুরন্ত ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি তাসিন মৃধা অনিক, সহ-সভাপতি শরিফুল ইসলাম, কোষাধক্ষ জাফর আহমেদ, জলবায়ু ও পরিবেশ সম্পাদক জুনায়েদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাকিব নির্ঝর, দুরন্ত ফাউন্ডেশন, কাঠালিয়া ইউনিটের সদস্য সচিব সোয়েবুজ্জামান তিতাস সহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ মোর্শেদ, আহমেদ সাদি, জান্নাতুল আসরি, সাদিয়া জাহান মনি, তানভীর অভি সহ অন্যান্য সদস্যবৃন্দ।