চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বাড়ির ছাদ থেকে পা পিছলে পড়ে মিতিল (১০)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দোহাজারী চাগাচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শিশুটি বাড়ির ছাদে কবুতরের বাসা বন্ধ করতে গিয়ে পা পিছলে নিচে পানির ড্রামে পড়ে যায়। খোঁজাখুঁজির পর মিতুলকে উদ্ধার করা হলে স্থানীয়রা তাকে মৃত বলে জানান।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম সত্যতা নিশ্চিত করেন।