চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনিতে বিধ্বস্ত ফিলিপাইন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। একটি অঞ্চলের শতকরা ৯০ ভাগ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবারের শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এখনো পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছে স্থানীয় মানুষ।
স্থানীয় সময় রোববার ভোররাতে ফিলিপাইনের ক্যাটানডুয়ানেস দ্বীপে ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুনটি। এতে ৪ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে ৭০ হাজারের বেশি মানুষের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ২০১৩ সালে শক্তিশালী টাইফুন হাইয়ানে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।