শিরোনামহীন ব্যান্ডের নতুন অ্যালবামের নাম ‘পারফিউম’। এর টাইটেল সং প্রকাশ হবে আগামী ১৯ মে। এ ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান। এরই মধ্যে প্রকাশ হয়েছে ‘পারফিউম’র ৫৫ সেকেন্ডের একটি টিজার।
‘পারফিউম’র মিউজিক ভিডিওর টিজারে ফুটে উঠেছে, গ্রিক পুরাণের ঘটনা। মেডুসা ঘটনার আদলে সাজানো হয়েছে এর ভিডিও। মেডুসা এক নারী চরিত্র, যার মাথায় চুলের বদলে ছিল জীবন্ত সাপ। তার দিকে তাকালে প্রাণ পরিণত হতো পাথরে। আর ব্যান্ডের সদস্যেদেরও পাওয়া গেছে গ্রিক ঢংয়ে। ভিডিওটি পরিচালনা করেছেন শিরোনামহীনের দলনেতা, গীতিকার, সুরকার, বেজিস্ট জিয়াউর রহমান।
তিনি জানান, এটি তার লেখা একটি কবিতা। তা প্রকাশ হয় ২০১৮ সালে তার কবিতার বইয়ে। পুরো কবিতা থেকেই গানটি তৈরি করা হয়েছে।
জানা গেছে গানের কথাগুলো এমন, ‘যখন গ্রীক মিথোলোজির ডানায়/ পাখি হয়ে যায় সুবর্ণ সুবাস/ প্রেয়সী, সাইক্লোন তুলে পারফিউম ছড়িয়ে।’