গাজীপুরের কোনাবাড়ি এলাকায় জার্সি নিটিং ফেব্রিক নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি এলাকায় জার্সি নিটিং ফেব্রিক নামের ওই কারখানায় টিনের তৈরি শেডে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জার্সি নিটিং ফেব্রিক নামের ওই কারখানায় টিনের তৈরি শেডে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুরো শেড, সুতা, মেশিন পত্র ও মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।