বৃষ্টি থেমে গেলেই প্রয়োজনের ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় । বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় ।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না । জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর ।
এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি । আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সেই একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা । হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দিচ্ছেন ।
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর । আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী । ভিখারিকে ২টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে । বিনাস্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না ৷
এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি ।
রাগটাকে কমাই । অহংকারকে ডুবাই ।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান ।
আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান । কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে ।
আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন । কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে । -এনএনসি