নিঝুম রাত নিস্তব্ধ রুপালী তারার আলো জ্বলছে বুঝে নিয়েছি
তুমিই সেই আলো হয়েই কাছেই আছো ।
হৃদয়ে অদ্ভুত একটা শিহরণ নিয়ে ভাবছি ।
ভাবতে ভাবতে কখন শিহরিত হয়েছি পলে পলে।
ঘুমের সেই ঘোর যাদু হয়ে চলে যায় দুর বহু দুর যেথায় তুমি আছো।
জানি না আমি তোমার গোপন অলিন্দে আমার মুখ,
আমার ভালোবাসার ছোঁয়া, একেছি কিনা ।
নাই বা পেলাম তোমার ভালবাসা তবুও তোমার নিষ্ঠুরতা,
ভালোবাসার ভিন্নতায় ভরিয়ে দিলো তপ্ত হৃদয় আমার।
না পাওয়ার ভাবনায় হয়নি কোন সমস্যা হারাবেনা ভালোবাসার অনুরণন।
থাকবে ছুঁয়ে অনন্তকাল হৃদয়ে বা অলিন্দ জুড়ে,
নিরব রাতের ক্ষয়িষ্ণু চাঁদের ম্লান সে আলোয় খুঁজে নিবে ।
তোমায় না পাওয়ার আমার এ উষ্ণ ভালোবাসায় অভিমান হয়,
অভিমানী মানেই হারিয়ে যাওয়া নয়।
দুই হৃদয়ের পাত্র সুধায় পরিপূর্ণ হয় জীর্ণ ব্যথায়।
আমার ভালবাসার আকাশের ধ্রুব তারা হারাবে না সে রবির আলোয়।
ভীষণ ভাল বাসি তোমায়।
উঁকি দিয়ে আছে রুপালি চাঁদ হ্রদয়ে আমার হয়ে করো প্রতিচ্ছবি।
ভালো লাগার আবেশে ছুঁয়ে দিলো নিরব মৌনতায়।
জীবন মানেই তো দূঃখ কষ্ট হতাশা আর না পাওয়ার সাতকাহন ।
বাস্তবতা হয়ত তোমার নন্দিনী কে নিয়ে গেছে ভালবাসাহীন আরেকটা ভিন্ন জগত।
তোমার নন্দিনীর অন্তরে রাতের অন্ধকারে
তোমার ভালবাসার করুন বিহাগ বেজে চলে অনবরত।
তোমার সেই চাহনী ।
ভালবাসার নিপুন আবেগ আমাকে আজও তারা করে বেড়ায় ।
যেখানে নিরব নীল যন্ত্রণায় তোমার প্রিয়া তোমার নন্দিনীর বুকটা
ব্যথায় নীল হয়ে বিষন্ন মনে তোমাকেই খুঁজে ।
ভালোবাসি বড্ড ভাল বেশী তোমাকে।
তাই অযাচিত অনেক আবেগি কথা মনের কোনে ভেসে উঠে বলতে ।
তুমি হবে আমার মনের গোপন সিন্ধুকে লুকিয়ে রাখা ভালবাসা।
শুধু হারানো সুরের গুঞ্জন শুনবে, দেখা যাবে না।