তুমি আমার কল্পনায় ছিলে শুধুই আমার হয়ে।
তোমায় নিয়ে কতো কাব্য সাজাই মনের অগোচরে।
ভেবেছি কতোবার বলবো তোমায়; হলো না বলা, রয়ে গেলে ভাবনায়।
আনমনে বলে যাই তোমার সাথে আমার মনের যতো কথা।
তুমি কখনো শুনতে কি পাও? না বলা সে কথা!
নিভৃতে কতো স্বপ্ন দেখা অভিসারে,
বিস্মিত সব স্মৃতিদের দূরে ঠেলে!
ভালোবাসা শুধুই টের পায় আমার অনুভূতিতে।
তোমায় ঘিরে হাজারো স্বপ্ন দেখি; বাঁধবো আমার ছোট্ট নীড়।
চাইবো না আর কখনো তোমায় আপন করে পেতে,
নাই–বা পেলাম তোমার পরশ!
বাধ না মানুক আমার এই চোখের জল।
বড় সযতনে রেখেছি তোমায়, আমার হৃদয়ের কুটিরে।
রিমঝিম বৃষ্টির শব্দে কান্নাকে রাখি আড়াল করে।
দু:খ ভরা কষ্ট বুকে নিয়ে বেশ তো আছি;
তোমায় নিয়ে আমার কল্পনার ভুবনে।
তুমি আমার সুখেদুখে মিলেমিশে হৃদয়ে হয়ে আছো একাকার।
লতার মত জড়িয়ে রয়েছো ছায়া হয়ে আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে।
প্রদীপের আলোর মতো আলোকিতো করে রেখেছো আমার চারিপাশ।
আমি যে কল্পনায় তোমায় নিয়ে, আছি এই তো বেশ।