ভালোবাসার নীল করিডোরে
রাগে অনুরাগে বিরাগে
এই পৌষে এখনো খুঁজি তোমাকেই।
কতবার যে শিশির ভেজা প্রভাতে
তোমাকে নিয়ে ছুঁয়েছি শিম ফুলের নগ্ন শরীর…
বকুল তলার দূর্বাঘাস জানে, জানে তার পূর্ব পুরুষ…
আমাদের ব্যাকুলতা আকুলতার সাক্ষী হয়ে আছে কত ঝরা বকুল।
আজ শানবাঁধানো ঘাটে বসে বরফ শীতল পানিতে পা বিছিয়ে গুনগুন করি,
“হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি… “
রাজহংস আর তার হংসীর মতো এই সংসার পাড়ি দেবার কথা ছিল…
কথা ছিল প্রচণ্ড শীতে নকশীকাঁথার ওমে বৃষ্টির জলে ভেজার…
ধোঁয়া ওঠা ভাঁপা পিঠার উত্তাপে প্রতিটি সকাল উপভোগ করার।
আজ প্রেম কেবল উত্তাপ হীন মৃত হৃদয়ের হা হুতাশ…
ফুটো হয়ে যাওয়া মাঝি ছাড়া কোন পুরনো নৌকো।
কোন কথাই রাখা হয়নি এক জীবনে…
তাতে কি?
সময়ের সাথে সাথে দহনে পুড়ে হয়েছি নিখাঁদ
তুমিও কঠিন হয়ে বেশ ভালোই আছো, দূরে কোথাও
বহুদূরে…
২৭ ডিসেম্বর ২০২০
রাতঃ-৩ঃ০৭
কুমিল্লা।