এভাবেই চলে যায় দিন,চলে যায় বিষণ্ণ সময়
কুয়াশায় ঢেকে যায় কখনো কখনো আঁধারের শব,
হারিয়ে যায় মায়া, পাখির কোলাহল একদিন কথাহীন
থেমে যায় কিছু স্বপ্নের গাংচিল কিংবা মিছে কলরব।
একদিন ভুলে যায় চেনা পথ, চেনা মুখের সব মায়া
মুছে যায় বুকের দীর্ঘশ্বাস, জোছনায় আকাশের ক্ষত,
এভাবেই কেটে যায়, না পাওয়ার ভয় কোন নীরব সকালে
নরম রোদে ফোটা ফুলে ফাগুন ভুলে যায় অভিমান বিগত।
দখিন হাওয়া তবু দোলা দেয় রোজ অশোকের ডালে ডালে
কোকিল সুর তুলে পলাশ কাননে সুখের আশায় করতলে।
একদিন মনের নিষিদ্ধ কোণে কেঁদে ওঠে স্মৃতির মায়া
অস্ফুট হাহাকারে কেঁদে ওঠে অকারণ নিষ্প্রভ চোখ,
সকলেই হারিয়ে যায় একদিন,তবুও কিছু থাকে আড়ালে
বুকের পাঁজরে থাকে জমাট অতীত, থাকে রক্তাক্ত চাবুক।
কথা বলা মন থেমে যায়, থেমে যায় সব আর্তনাদ তারপর
আবার হৃদয় খোঁজে জীবনের ভিত,মেলে দিয়ে বেদনার পাখা,
একমুঠো পড়ন্ত বিকেল, আঁধারের ভীড়ে অতীতের তীর
আবার ইচ্ছে ডানা মেলে উড়ে যেতে চায় আহত বলাকা।
তখনো অবুঝ মন চেয়ে থাকে অপলক, কারো পিছু টানে
কে ছিলো সেখানে কবে! কি বা কথা দিয়েছিলো,কে জানে?
17-01-2021