কথা হউক ধীরে স্থির
কথা গড়ুক শান্ত নীড় ,
কথা নয়তো শুধু কথা
কথা আনুক সভ্য প্রথা ,
কথা যখন রুঢ় কথা
কথা হারায় যথা তথা ।
কথা থেকেই তুমি আমি
কথা দিয়েই চলি থামি ,
কথা থেকেই হয় পর
কথা দিয়েই বাঁধে ঘর,
কথা থেকেই করি পণ
কথা দিয়েই চূর্ণ মন ।
কথা কখনো এই নয়
কথা আঘাতে ক্ষত হয়,
কথা এমন হয় কেন
কথা বিষের তীর যেন,
কথা তেমন কেন নয়
কথা সুখের স্মৃতি হয় ।
কথা থেকেই ভুল আখ্যা
কথা দিয়েই শুদ্ধ শিক্ষা ,
কথা থেকেই ভাঙে গড়ে
কথা দিয়েই কাছে দূরে ,
কথা থেকেই শক্তি ভয়
কথা দিয়েই যুদ্ধ জয় ।