৭ ফেব্রুয়ারি “২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল” থেকে জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত জনপ্রতিনিধি, স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পেশাজীবি শ্রেণী, মিডিয়ার ব্যক্তিগণসহ জেলার গণ্যমান্য ব্যক্তিগণকে কোভিড-১৯ টিকা প্রদান করে এ জেলায় টিকাদান কর্মসূচীর শুভ সূচনা করা হয়। জেলাবাসীকেও আহবান জানানো হচ্ছে, সুরক্ষা ওয়েব (Surrokkha.gov.bd) থেকে রেজিস্ট্রেশন করে দ্রুত টিকা গ্রহণ করে নিজে ও নিজের পরিবারকে সুস্থ্য রাখার গুরু দায়িত্ব পালন করেন। -এনএনসি
