ওমিক্রন প্রকপের মধ্যে যেসব পাইলট বিমান চালানোর মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেবে তাদের তিনগুণ টাকা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।
বিগত বছরের ডিসেম্বর থেকেই ওমিক্রন এবং বাজে আবহাওয়ার কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে বড়দিনের আগে যারা উৎসবের এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিল, তাদের সেই আশা ত্যাগ করতে হয়েছে।
পাইলটরা যাতে বিমান চালাতে উৎসাহ পায়, তাই তাদের এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।
এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইন্সের কার্যনির্বাহী সদস্য ব্রায়ান কুইগ্লে বলেন, ‘৩০ ডিসেম্বর থেকে আমরা এই সুবিধা চালু করেছি। ইতোমধ্যে যেসব বিমানচালক ফ্লাইট পরিচালনা করেছে তাদের তিনগুণ বেশি অর্থপ্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইট পরিচালনা করলেই তাকে এই অতিরিক্ত অর্থপ্রদান করা হবে। তবে ৩ জানুয়ারির পর, ৪ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত যদি কোনো বিমানচালক অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে, তাহলে একইভাবে তাকেও তিনগুণ বেশি অর্থপ্রদান করা হবে।
কুইগ্লে জানান, সম্প্রতি ‘এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন’ এর সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি হয়েছে, যেখানে গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএনবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বিগত বছরের ২৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ইউনাইটেড, ডেলটা, আলাস্কা এবং অন্যান্য এয়ারলাইন্সের প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের পেছনের কারণ হিসেবে এয়ারলাইন্স কোম্পানিগুলো তীব্র শীতে সৃষ্ট বাজে আবহাওয়া এবং ওমিক্রনের প্রকোপকে দায়ী করেছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের বরাত দিয়ে জানা যায়, এমতাবস্থায় পাইলট এবং ক্রু সংকট কাটিয়ে উঠতে যেসব পাইলট এখনো কাজ করে যাচ্ছে তাদের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিমানচালকরা চাইলেই তিনগুণ টাকার বিনিময়ে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে পারবে।
আরও পড়ুন- বড়দিনের আগে ২০০ ফ্লাইট বন্ধ ঘোষণা
এ ব্যাপারে এই পর্যন্ত ‘পাইলটস ইউনিয়ন’ এর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে টাকার লোভে একজন বিমানচালক টানা ফ্লাইট পরিচালনা করলে তার মানসিক বিপর্যয় এবং দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।