লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মাঝামাঝি সময়ে। করোনা ভাইরাসের কারণে কয়েকবার করে পেছানোর পর নতুন করে এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর।
পাঁচ দলের এই টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। ২১ দিনের এই টুর্নামেন্টে আছে আটটি ডাবল হেডার। এলপিএলের উদ্বোধনী দিনে মাঠে নামবে কলম্বো কিংস ও ক্যান্ডি টাস্কার্স।
সম্প্রতি শ্রীলংকার করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এলপিএল আয়োজন নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল এসএলসি। বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময়সীমা নিয়ে বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিরোধ থাকায় তিন দফায় এলপিএল আয়োজনের তারিখ পেছানো হয়।
প্রথমে গত ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর এলপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি আর খারাপের দিকে যাওয়ায় ১৪ নভেম্বর টুর্নামেন্টটি শুরুর দিন চূড়ান্ত করা হয়। কিন্তু তারপর সেটা পিছিয়ে ২১ নভেম্বর টুর্নামেন্ট শুরুর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। সব মিলিয়ে চার দফায় পরিবর্তন করা হয়েছে এলপিএল আয়োজনের সময়সূচি।
টুর্নামেন্টটিতে শ্রীলংকার পাঁচ অঞ্চলের নামে পাঁচটি দল গঠন করা হয়েছে। প্রথম আসরের দলগুলো হল- কলম্বো কিংস, জাফানা স্ট্যালিয়ন্স, ডাম্বুলা হক্স, গল গ্ল্যাডিয়েটর্স এবং ক্যান্ডি টাস্কার্স। প্লেয়ার্স ড্রাফট শেষে এরইমধ্যে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাদের চূড়ান্ত দল গঠন করেছে।