খান লিটন,জার্মানিঃ
জার্মানির মিউনিখে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ী ,ম্যারাথন দৌড়বিদ আজ ইউরোপের শীতপ্রধান ও দ্বীপ অন্চল সাইপ্রাস আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের পতাকা হাতে দৌড়ান ।৪২ কিলোমিটার দৌড়ে তার সময় লেগেছে ৩ ঘন্টা ৩৫ মিনিটের মতো । এই ম্যারাথনে ১৭ হাজার প্রতিযোগী অংশ নেন । শিব শংকর এর আগে বার্লিন, মিউনিখ, হংকং, টোকিও, নিউইয়র্ক, দুবাই,রোম ও নেপালের হিমালয়ের ঝুঁকিপূর্ন সহ ১১৩ টি আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ান বাংলাদেশের পতাকা হাতে ।এটা তার ১১৪ তম আন্তর্জাতিক ম্যারাথন দৌড় ।ম্যারাথনটি শুরু হয় Petra tou Romiou, kouklia, Paphos, Cyprus থেকে । আর শেষ হবে Paphos Castle, Paphos, Cyprus সাইপ্রাস একটি ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র এবং এটি ইউরোপের অন্তর্গত। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া।এর পুর্বে লেবানন, সিরিয়া এবং ইসরায়েল,পশ্চিমে গ্রিস , উত্তরে তুরস্ক এবং দক্ষিনে মিসর অবস্থিত । সাইপ্রাসে মানব সভ্যতা গড়ে উঠেছে প্যালিওলিথিক যুগ থেকে।সাইপ্রাসের ভৌগলিক অবস্থান সাইপ্রাসকে হাজার বছর ধরে বৈচিত্র্যপুর্ন ভূমধ্যসাগরীয় সভ্যতার দ্বারা প্রভাবিত করেছে। মৃৎপাত্রের ফলকে প্রাপ্ত তথ্য অনুসারে ১০৫০ খ্রিস্টপুর্বাব্দ থেকে সাইপ্রাসের ইতিহাস শুরু হয়েছে। -এনএনসি