এবার ঈদেও হলনা আমার আনন্দে গান গাওয়া,
এবারেও কারো কাছ থেকে আর হলনা উপহার পাওয়া।
কান্নার জলে ভেসে গেছে মোর মিষ্টি মুখের হাসি,
করোনার লাগি কাছে এসে কেউ বলে নাই ভালবাসি।
ব্যবসা বাণিজ্য নেই কারো ঠিক লাভতো দূরের কথা!
২০ এরপরে একুশেও শেষ হলনা মনের ব্যথা।
হে বিধাতা বিশ্বে ফিরিয়ে দাও স্বাভাবিক পরিবেশ,
বিশ্ববাসির মনের কষ্ট করে দাও এবারেই শেষ।।