২২ মে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে উক্ত বিভাগের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহাসিক কালিয়াপাড়া বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূণ” মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং আন্তজা”তিক মানবাধিকার সংস্থা UUHRBF এর চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান ও Access to Human Rights International AHRI এর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কো-অডিনেটর খন্দকার মো. শামসুল আলম সুজন উপস্থিত হয়ে গুরুত্বপূণ” বক্তব্য রাখেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও UUHRBF এর চট্টগ্রাম বিভাগীয় সচিব মো. রমিজ উদ্দিন, Nnc এর কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম ও উক্ত সংস্থার শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি আবু ইউসুফ লিংকন।এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি মো.. শাহাদাদত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, Access to Human Rights International এর শাহরাস্তি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং এনএনসি চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সচিব, সাংবাদিক সুলতান গিয়াসউদ্দীন কিরণ, সাংবাদিক আবু মুছা আল্ শিহাব, শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং এনএনসির চট্টগ্রাম বিভাগীয় প্রচার সম্পাদক সাংবাদিক মো.. হাসানুজ্জামান , সাংবাদিক পলাশ চন্দ্র দাস, ক্ষুদে সাংবাদিক সাকিব আল্ হাসান, এনএনসির চাঁদপুর জেলা সদস্য মোঃ আলী আকবরসহ বিভিন্ন স্তরের রাজনীতিবীদ , সুশীল সমাজ এবং সকল স্তরের জনগণ । উক্ত মানববন্ধনের সাবি”ক সহযোগীতা করেন এনএনসির চাঁদপুর জেলা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ জেডএম আনোয়ার হোসেন ।প্রধান অতিথি স্বনামধন্য সাংবাদিক ও মানবাধিকার নেতা খন্দকার মো. শামসুল আলম সুজন তাঁর বক্তব্য বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে অনর্থক হেনস্তা করে এবং সাজানো মামলায় জেলে রাখা হয়েছে ।। গণ-মাধ্যম কর্মিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নে ৪র্থ স্তম্ভ হওয়া স্বত্বেও সরকারের সু-নজর কাড়তে অক্ষম হয়েছে । সরকারের সকল ভালো কাজ গুলো আমরা সাংবাদিক ও মানবাধিকার সংস্থার নেতীকমী”ই জনগনের সামনে তুলে ধরি । তেমনি রাষ্ট্র সরকারকে উন্নয়ন কাজে সহযোগীতা করতেই কতেক অপরাধীদের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, দূর্নীতিগুলোও তুলে ধরার চেষ্টা করি । বিপক্ষে চলে যাওয়ার অর্থ এই নয় যে, গণ-মাধ্যম কর্মিরা সরকার বিরোধী । এখন পর্যন্ত সরকার একজন গণ-মাধ্যম কর্মিকে ভালো কাজের যথাযথ উপহার দেয়নি । বরং ভালো কাজের উপহার হিসেবে আমরা পাচ্ছি মিথ্যা ও হয়রানি মূলক মামলা, হামলা আর কারাগার । যথাযথ আইনী বিধান জারীর মাধ্যমে গণ-মাধ্যম কর্মিদের হয়রানী বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-নজর ও হস্তক্ষেপ কামনা করেন তিনি। রোজিনা ইসলামসহ যে সকল সাংবাদিক কারাগারে রয়েছে এবং ইতোমধ্যে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে তাদের দেখভালে ও অনতিবিলম্বে কারামুক্তির দাবি জানান তিনি ।
