বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন এর বাসিন্দা মোশারফ হোসেন। পেশায় রং মিস্তিরি। মানুষের স্বপ্নের ঠিকানা রাঙ্গিয়ে তার পথচলা।
মানুষের ঘর রাঙ্গাতে গিয়ে তাঁর মনের কোণে একটা স্বপ্ন উঁকি মারে তার যদি এরকম একটা গৃহ থাকত।তাহলে তিনিও তার ঘরকে রাঙ্গাতেন।কিন্তু তার কোন ভূমি নেই, গৃহ নেই। নিমিষেই তার স্বপ্ন ফিকে হয়ে যায়।
মুজিববর্ষ উপলক্ষে এরকম ৬৬০০০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার ১,৭১,০০০ টাকায় সরকারি খাসজমিতে জেলা প্রশাসন এর তত্বাবধানে উপজেলা প্রশাসন এর উদ্যোগে ৬৬০০০ টি গৃহ নির্মাণ করা হচ্ছে।
বিজয়নগর উপজেলার ১০০ টি সৌভাগ্যবান পরিবারের মধ্যে রংমিস্ত্রি মোশারফের পরিবার একটি।
মোশারফ মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার সরকারি গৃহ পেয়ে খুশিতে অাত্মহারা। তার এখন নিজের একটি ঘর হচ্ছে।
এখন নিজের ঘরও নিজে রাঙ্গাবেন।তিনি ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কে অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার স্বপ্ন রাঙ্গানোর জন্য।১৪ জানুয়ারি বেলা ১২.০০ টায় উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর জনাব কে. এম. ইয়াসির আরাফাত বিষ্ণুপুর ইউনিয়নে নির্মাণাধীন ১৭ টি গৃহ পরিদর্শন করতে গেলে রংমিস্ত্রি মোশাররফ তার স্বপ্ন রাঙ্গানোর কথা বলেন।
-এনএনসি