বিশেষ প্রতিনিধি, দৈনিক সংবাদ প্রতিক্ষণঃ ২০১৩ সালে ডিক্লারেশনপ্রাপ্ত দৈনিক সংবাদ প্রতিক্ষণ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জনাব মো. আবদুল আউয়াল। তিনি ইতিপূর্বে অনলাইন নিয়ে ততটা না ভাবলেও ইদানিং অনলাইনের গুরুত্ব অনুধাবন করেছেন। তাই তিনি বিটিসিএল থেকে songbadprotikkhon.com.bd নামে ডোমেন রেজিষ্ট্রেশন নিয়ে অনলাইনে কাজকর্ম শুরু করতে গিয়ে দেখেন যে, একরামুল হক বেলাল সম্পাদক প্রকাশক হয়ে “সংবাদ প্রতিক্ষণ” নামে একটি অনলাইন পত্রিকা খুলে বসে আছেন।
এব্যপারে একরামুল হক বেলালের সাথে কথা বললে তিনি জানান, আমি এই নামে অনলাইন পত্রিকার অনুমোদন পেয়েছি। সরকারের গোয়েন্দা সংস্থা তাকে “সংবাদ প্রতিক্ষণ” অনলাইন পত্রিকার অনুমোদন দিয়েছে।
দৈনিক পত্রিকার নাম ব্যবহার করে অনলাইন পত্রিকার অনুমোদন পেল কি করে? এই প্রশ্নের জবাব নিয়ে আমরা আসব পাঠকের কাছে।ততক্ষণে চোখ রাখুন দৈনিক সংবাদ প্রতিক্ষণ পত্রিকার পাতায়। (চলবে)