নাইবা গেলাম গ্রামের বাড়ি
করোনার এই ঈদে,
আনন্দের সব অনুভূতি
লুকিয়ে রাখি হৃদে।
নাইবা হলো কোলাকুলি
সালামী, নতুন জামা,
“আল্লাহ” মোদের সহায় হও
করো মোদের ক্ষমা।
মাস্ক পরি, সচেতন হই
করোনা হোক দূর,
মনের মাঝে জেগে উঠুক
নতুন দিনের সুর।
ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক
ভাই, বোন, বন্ধুগণ,
ভ্রাতৃত্বে বন্ধন গড়ি
এই করিনু পণ।