আশি আর নব্বই দশক মিলে আমাদের স্কুল জীবন! পড়তাম রাজার বাগ পুলিশ লাইন স্কুলে!নানার বাসায় থাকতাম আমি! বছরের প্রথম দিকে নানা আমার, মাসুদ মামা আর মিনি খালা- এই তিন জনের সারা বছরের বই আর খাতা শান্তিনগরের সবুজ লাইব্রেরী থেকে নিয়ে আসতেন! নতুন বইয়ের অসাধারণ গন্ধ! ঈদের আগের রাতের মত লাগত যেদিন বই-খাতা বাসায় আসতো! আমরা তিন জনে মিলে নিজেদের বইগুলোর উপর মলাট লাগাতাম! মলাটের জন্যে লাইব্রেরীতে বিদেশি ম্যাগাজিন পাওয়া যেত, সেগুলো কিনে এনে লাগাতাম। আমার বই খাতা সারা বছর চকচকে থাকতো! মাসুদ মামা খালি বই, খাতা সব কিছুর উপরে সিগনেচার করতো, লাগতাম ঝগড়া। মারামারি, খামচা খামচি! বই-খাতায় দাগ দিলে মনে হতো কলিজায় দাগ দিয়েছে! আমার হাতের লেখাও অসাধারণ ছিল! ভাববেন না আমি লেখাপড়ায় খারাপ ছিলাম। কখনো ফার্স্ট নই নাই, কিন্তু সেকেন্ড, থার্ড হতাম সব সময়ে। খেলাধুলা, কালচারাল একটিভিতেও অনেক পুরস্কার পেয়েছি! চোখ বন্ধ করলেই দেখতে পাই, সবুজ লাইব্রেরি, রাজারবাগ স্কুল,বই- খাতা আর মাঠ!নতুন বইয়ের মায়াময় ঘ্রাণ নাকে লাগে!
