ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। আর যে ক’টি সিনেমায় অভিনয় করেছেন সেগুলোতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার ওয়েব প্ল্যাটফর্মেও নিজেকে প্রমাণ করে চলেছেন। ‘বিলাপ’ ও ‘কন্ট্রাক্ট’-এ দারুণভাবে আলোচিত হওয়ার পর আবারও তাক লাগিয়ে দিলেন ‘মহানগর’র দিয়ে।
আশফাক নিপুণের পরিচালনায় ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈ চৈ’য়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘মহানগর’। থ্রিলার এই সিরিজের প্রতিটি চরিত্রই বেশ আলোচিত হচ্ছে। উঠে এসেছে এসি শাহানা চরিত্রে অভিনয় করা মম’র নামটিও। নিষ্ঠাবান ও সাহসী অফিসারের ভূমিকায় তার অভিনয় অসাধারণ- এমনটাই বলছেন দর্শক-শ্রোতারা। শুধু দেশেই নয়, এর সুবাধে মম আলোচিত হচ্ছেন ওপার বাংলাতেও।
মম’র ভাষ্য, ‘কাজটি খুব গুছিয়ে করেছেন পরিচালক আশফাক নিপুণ। শুটিংয়ের সময় তিনি অনেক পরিশ্রম করেছেন আর অভিনয় শিল্পীরাও তেমনই সহযোগিতা নিয়ে কাজটি করেছেন। এমন স্মার্ট একটি টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমি মনে করি, ওটিটি জগতে “মহানগর” দিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আর দেশ-বিদেশ থেকে এত সাড়া পাচ্ছি, সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি আমি কৃতজ্ঞ।’
‘মহানগর’র গল্প আবর্তিত হয়েছে এক রাতে একজন ধনকুবেরের ছেলে আফনানের গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে। আর সেই ঘটনার সুষ্ঠু তদন্তে নিযুক্ত হন এসি শাহানা। যদিও নানান গোলক ধাঁধা ও বাধার সম্মুখীন হন তিনি। তারপরও নিজের মতো করে এগিয়ে নেন তদন্ত।
মম জানান, সামনে আরও বেশ কিছু ওয়েব প্ল্যাটফর্মের বিষয়ে কথা চলছে। তবে আপাতত করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বিরতিতে আছেন তিনি। নতুন কিছু নিয়ে দ্রুতই ফিরবেন এই অভিনেত্রী।