আবারও মামলার মুখে পড়ল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একেরপর এক মামলার হামলা সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।
অবৈধভাবে গ্রাহকের ডেটা ব্যবহার করে বাজার আধিপত্য ধরে রাখা এবং হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্রতিষ্ঠানকে অধিগ্রহণের অভিযোগ এনে ইতোমধ্যে মামলা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
এবার ফেসবুকের বিরুদ্ধে মামলা করল অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন(এসিসিসি)। তাদের অভিযোগ, সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা সংগ্রহ করছে ফেসবুক।
ডেটা সুরক্ষার কথা বলে ভিপিএনের প্রচারণা চালানোর অভিযোগে অনির্ধারিত জরিমানার দাবি করেছে এসিসিসি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংস্থাটি গ্রাহককে ভিপিএন ব্যবহার করতে বলে গোপনে বাণিজ্যিক অধিগ্রহণের লক্ষ্য নির্ধারণ করছিল।
বুধবার অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এসিসিসির চেয়ারম্যান রড সিমস জানান, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) প্রতিযোগিতার বিষয়গুলো খুঁজছে। আর ভোক্তার দিকটা দেখছে এসিসিসি। তাদের প্রতিষ্ঠানের করা সাম্প্রতিক মামলাগুলো পর্যালোচনা করে এসিসিসির অবস্থান রক্ষা করা হবে বলেও জানান রড সিমস।