২০০৯ সাল থেকে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি National News Collection Foundation- Govt. Reg. No. S-9768/09 দেশের সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে সংবাদের জাদুঘর নিউজিয়াম প্রতিষ্ঠা কার্যক্রম চালিয়ে আসছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ দেশের সর্বোচ্চ মহল এমনকি মহামান্য রাষ্ট্রপতির পত্রপ্রাপ্ত সংস্থা এনএনসির উদ্যোগ সংবাদ জাদুঘর/নিউজিয়ামের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলাভিত্তিক এনএনসি শাখা অনুমোদন দিচ্ছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থাটি। তারই অংশবিশেষ অদ্য ২৬ অক্টোবর ২০২১ রংপুর জেলায় ৭ সদস্য বিশিষ্ট এনএনসি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এনএনসি রংপুর জেলা কমিটির ১)সভাপতি হলেন- আফরোজা সরকার, ২) ভাইস প্রেসিডেন্ট- শাহ্ বায়েজীদ আহম্মেদ রংপুর ব্যুরো, একাত্তর টেলিভিশন। ৩) সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ক্লাব, রংপুর, জেনারেল সেক্রেটারি- ফরহাদুজ্জামান ফারুক প্রধান প্রতিবেদক, দৈনিক দাবানল ও বিভাগীয় স্টাফ রিপোর্টার, ঢাকা পোস্ট। সদস্য, প্রেসক্লাব, রংপুর, ৪) ফিন্যান্স সেক্রেটারি- সাজ্জাদ হোসেন বাপ্পী রংপুর প্রতিনিধি, করতোয়া। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), প্রেসক্লাব, রংপুর, ৫) অফিস সেক্রেটারি- আজম পারভেজ রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশন (জিটিভি), জেলা প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ টুডে রংপুর প্রতিনিধি ৬) অর্গানাইজিং সেক্রেটারি – নাজমুল ইসলাম নিশাত রংপুর ব্যুরো, ডিবিসি নিউজ টেলিভিশন। ক্রীড়া সম্পাদক, প্রেসক্লাব, রংপুর, ৭) পাপলিসিটি সেক্রেটারি – মাহফুজুল ইসলাম প্রিন্স রংপুর প্রতিনিধি, আনন্দ টেলিভিশন ও বিভাগীয় প্রতিনিধি, দৈনিক অধিকার।
দেশের সংবাদ মাধ্যমের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এলাকাভিত্তিক দেশের উন্নয়নের সংবাদচিত্রে প্রদর্শন করার মহতি লক্ষ্যে প্রতিষ্ঠিতব্য সংবাদ জাদুঘর নিউজিয়ামের সাথে সম্পৃক্ত হতে পেরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এনএনসি রংপুর প্রেসিডেন্ট আফরোজা সরকার বলেন- আমরা অত্যন্ত আনন্দিত এমন একটি প্লাটফর্মে যুক্ত হতে পেরে। যেখানে কেবল চলমান সংবাদ মাধ্যমই নয়; বরং পূর্বে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রেরও ইতিহাস খুঁজে পাওয়া যাবে। শুধু সম্পাদকদেরই নয়; দেশ ও জাতীয় কল্যাণে নিবেদিত সাংবাদিকদের মর্যাদা সংরক্ষণে এমন একটি প্লাটফর্ম আরো আগেই দরকার ছিল। আমি আরো আনন্দিত এজন্য যে, সংবাদ জাদুঘর নিউজিয়ামটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্ব বরেণ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই উন্মোচিত হতে যাচ্ছে। আর আমরা তার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে থাকতে পারছি।