১ মার্চ এনএনসি ডেস্ক রিপোর্টঃ নির্যাতিত আব্দুল আজিজ শেখ ও হালিমা খাতুন। দুইজনের বয়সই ৭০ পেড়িয়েছে। তাঁদের ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে, আব্দুল আজিজের বড় ছেলে প্রায়ই তাকে শারীরিকভাবে লাঞ্জিত করে। কয়েকদিন আগে গাছে বেঁধে পিটিয়েছে। অন্য ছেলেমেয়েরাও তার কোনো খোঁজখবর নেয় না। সন্তানের কাছ থেকে তাঁরা ভরণপোষণ পাওয়াতো দূরের কথা তারা নিয়মিত লাঞ্চনার শিকার হচ্ছে। প্রত্যেকে তারা তাঁদের কাছ থেকে আলাদা থাকছে খাচ্ছে। বিশেষ করে তার বড় ছেলের নির্যাতনের বিচার চেয়ে প্রবীণ এই পিতামাতাদ্বয় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যায় বিচারের আবেদন করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাদের অভিযোগের কথা গুরুত্বের সাথে শোনেন এবং তাদের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থার আশ্বাস দেন। এবং তাৎক্ষণিক তাঁদেরকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা করেন।