নিউজ স্বাধীন বাংলা: আড়াইহাজার আনোয়ার হোসেনের হত্যাকারী শ্যামল মোল্লার যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
বুধবার (১৯জুন) সকালে আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যার রায়ে আসামী শ্যামল মোল্লাকে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ ১ম আদালতে তুলে পুলিশ।১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঞযব ঢ়বহধষ পড়ফব ১৮৬০ এর ৩০২ ধারায় শ্যামল মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড,৫০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ ১ম আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান।
শ্যামল মোল্লা আড়াইহাজার বারোয়ারীর মধ্যপাড়ার মৃত আঃ রউফ মোল্লার ছেলে।
উল্লেখ্য যে ২০১১ সালে আড়াইহাজারে স্বাধীনতা ক্রিকেট টুনামেন্টের খেলার সময় আনোয়ার হোসেন ও শ্যামল মোল্লার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় শ্যামল মোল্লা ক্রিকেট ব্যাট দিয়ে আনোয়ার হোসেনের মাথায় আঘাত করলে তাকে হাসপাতালে নেবার সময় মৃত্য হয়। আনোয়ার হোসেনের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় শ্যামল মোল্লাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮(৩)১১। আসামী শ্যামল মোল্লাকে পুলিশ গ্রেফতার করে এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে সেশন মামলা নং ৮২১/১৩ এর বুধবার(১৯জুন) আসামী আদালতে উপস্থিত থাকাকালীন সময় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ ১ম আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান।
