ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের পরামর্শে ইতালি থেকে আসা তিন যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে, তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এদিকে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন, ভোলায় ইতালি ফেরত একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, গত বৃহস্পতিবার ওই তিন ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। তবে তাদের করোনা ভাইরাসের লক্ষণ নেই। তারা সুস্থ আছেন। সতর্কতা হিসেবে তাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল চেকপোস্টে স্বাভাবিক আমদানি-রফতানি
তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলার কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে প্রস্তুতি হিসেবে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে কোয়ারেন্টাইনের স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে ভোলার সিভিল সার্জন জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩/৫ শয্যার পৃথক করোনা অইসোলেশন ইউনিট খোলা হয়েছে। জেলা ও উপজেলায় করোনা নিয়ন্ত্রন কক্ষ ও বিশেষ টিম কাজ করছে । জেলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট এ কর্মরত চীনা নাগরিকদের উপর বিশেষ নজরদারী রয়েছে। তাছাড়া বিদেশ ফেরত ও বিশেষ করে চীন ও ইতালি ফেরতদের ওপর ও নজরদারী রয়েছে। এদিকে যেসব রোগী জ্বর সর্দী গলাব্যথা নিয়ে হাসপাতালে আসে তাদের আলাদা স্ক্যানিং করার ব্যবস্থা করা হয়েছে।