মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাতশালা রেলস্টেশনের দুবলা এলাকায় রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহটি যৌথভাবে উদ্ধার করেন পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।পুলিশ জানায়, খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির পকেটে ৪০০ টাকা ছিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শাকিউল আযম ও পিবিআই ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া যুগান্তরকে জানান, নিহত যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার রহস্য ও পরিচয় উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।