ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতম অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত ৫ বার ট্রফি জিতেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এ টুর্নামেন্টে তার সাফল্যের ধারেকাছে কেউ নেই। এর পাশাপাশি আইপিএল থেকে এই ক্রিকেটারের আয়ও চমকে দেয়ার মতো।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইনসাইড স্পোর্ট মানি বল অনুসারে আইপিএল থেকে এখন পর্যন্ত ১৩১ কোটি টাকার বেশি উপার্জন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর শুরুর সময় নিলামে ৩ কোটি টাকায় রোহিতকে নিয়েছিল ডেকান চার্জার্স। পরে দুই বছর ধরে ওই টাকাই পেয়েছিলেন তিনি। ২০১১ আইপিএলে কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি ডেকান চার্জার্স। নিলাম থেকে তাকে ৯.২ কোটি টাকায় নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তখন থেকেই এই দলে খেলছেন তিনি। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলেও একই পরিমাণ টাকা পান হিটম্যান।
২০১৪ সালের আইপিএলে রোহিতের মূল্য বেড়ে দাঁড়ায় ১২.৫ কোটি টাকা। তিনি ছিলেন রিটেন হওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথম পছন্দ। ২০১৫ থেকে ২০১৭, এই তিন বছরে ১২.৫ কোটি টাকা করে পান মুম্বাই অধিনায়ক।
২০১৮ সালে বিসিসিআই প্রথম পছন্দের রিটেন হওয়া খেলোয়াড়দের দর বাড়িয়ে দেয়। রোহিতকে সেবার ১৫ কোটি টাকায় রাখে মুম্বাই। বর্তমানে প্রতি বছর সেই টাকা পাচ্ছেন হিটম্যান।
সব মিলিয়ে আইপিএল থেকে চুক্তি বাবদ ১৩১ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন রোহিত। এই তালিকায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চেয়ে এগিয়ে আছেন তিনি। কোহলির আইপিএল থেকে চুক্তি বাবদ উপার্জন ১২৬ কোটি টাকা।