৪ জুন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ছোটলেখা চা বাগানের অন্তর্গত বনাখালা পানপুঞ্জিতে অভিযান পরিচালনা করে খাসিয়াদের পানপুঞ্জিতে অবৈধ দখলকারিদের সমূলে উচ্ছেদ করা হয়। প্রশাসনের গতিশীল ও কার্যকর ভূমিকায় স্থানীয় খাসিয়ারা সন্তুষ্টি প্রকাশ করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি, সার্কেল এএসপি ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলা পুলিশ ও বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল এবং বিজিবি সদস্যগণ উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। – এনএনসি