নিউজস্বাধীন বাংলা: অপরাধীদের কাছে ‘যম আতঙ্ক’ হলেও সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে যেন ‘আস্থার প্রতীক’ হয়ে উঠতে শুরু করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। তাই তো এবার তাকে দিয়ে একটি গ্রæপ অব কোম্পানীর সুপার শপের আউটলেট উদ্বোধন করানো হলো।
বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে মাসদাইর অক্টো অফিস সংলগ্ন স্বপ্ন সুপারশপের নতুন আউট লেট শুভ উদ্বোধন করেন এসপি হারুন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ডিরেক্টর অপারেশন আবু নাছের, বিজনেস ডিরেক্টর মো. সোহেল তানভীর খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুপার শপের এই আউট লেটটি উদ্বোধনের পর পুলিশ সুপার হারুন অর রশীদ স্বপ্নের প্রতিটি পণ্য ঘুরে ঘুরে দেখনে এবং সাধারণ ক্রেতাদের আস্থা ও বিশ্বাস যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারিদের প্রতি আহŸান জানান।
এছাড়াও পুলিশ সুপার প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাসী ঝামেলা ছাড়া ব্যবসার করুন। কেউ যদি কোনো চাঁদা দাবি করে বা সন্ত্রাসী কর্মকাÐ সংঘটিত করতে চায় তাহলে সাথে সাথে পুলিশকে জানান। পুলিশ সবসময় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকবে।
হারুন বলেন, অতীতে ব্যবসায়ীরা কে কেমন সুবিধা ভোগ করেছেন জানি না। তবে, বর্তমানের কোনো ব্যবসায়ীকে যদি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বিরক্ত করার চেষ্টা করেন তবে, সে যে হোক, যত বড় মানুষ হোক তাকে ছাড় দেওয়া হবে না। সরকার সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ার যে অঙ্গিকার মানুষকে করেছেন তা নিশ্চিত করতে প্রতিটি ব্যবসায়ীর পাশে আমরা আছি।
