যখনই কোনো ট্রান্সপারেন্ট আয়না এপাশ থেকে ওপাশের অবস্থা দেখার যোগ্যতা ট্রান্সপারেন্সি হারায় তখনই ওপাশে ময়লা আবর্জনা জমতে শুরু করে।ঠিক তেমনি একটি দেশের গণমাধ্যম যখন নিরপেক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা থেকে সরে দাড়ায় তখনই সেদেশ অপরাধীর অভয়ারণ্যে পরিণত হতে থাকে।দেশ দর্পণ গণমাধ্যম কতটা নিরপেক্ষ আর স্বচ্ছ; তা এবার জাতি জেনে গেছে।গণমাধ্যম গণনিয়ন্ত্রণের ভূমিকা পালন করে আসছিল তা জাতির কাছে এখন স্পষ্ট।
বর্তমান বিশ্বে সংবাদ মাধ্যমের পরিধি বৃদ্ধি পেয়েছে।সংবাদপত্র বা খবরের কাগজ, রেডিও-টেলিভিশন বা টিভির সাথে যুক্ত হয়েছে এসবের অনলাইন ভার্সন।নেট দুনিয়ার দাপটে খবর কাগজের বারোটা বাজছে।রেডিও-টিভিগুলো থেকেও জনমানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।ইউটিউব আর ফেসবুকের দখলদারিত্বের কাছে দেশের গণমাধ্যমের হারমানায় বিচারের বাণীকে এখন আর অতবেশি নিরবে কাঁদতে হয়না।প্রান্তিক বিষয়গুলোও এখন হেড লাইনে চলে আসতে দেখা যায়।
গণমাধ্যমকে যারা গণনিয়ন্ত্রণ মাধ্যম হিসেবে ব্যবহার করা শুরু করছিলেন; তাদের সে স্বপ্ন আর পূরণ হবার নয়; কেননা নেট দুনিয়ায় দরিদ্রের হাতেও পৌছে গেছে এন্ড্রয়েড। অশিক্ষিতরাও স্ক্রলিং করে দেশবিদেশের সব খবর জেনে যাচ্ছে নিমিষে।এমন এক আমূল পরিবর্তনের যুগেও গণমাধ্যমের সাইন বোর্ডের আড়ালে অপকর্ম ঢাকার ব্যর্থ চেষ্টা করে বিতর্কিত হচ্ছেন মূল ধারার বলে মুখ গম্ভীর করে গৌবর অহঙ্কারে চলা সাংবাদিকগণ।কেউ কেউ আবার তাদের পক্ষে সাফাই গাইছেন।দেশপ্রেমিক নাকি অর্থপ্রেমিক তা যখন প্রমাণিত হতে চলছে।তখনও সেসকল সাংবাদিকরা শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয়ে ও শীর্ষ শিল্পপতিদের পার্টি, ক্লাব আর হাউজে যাতায়াতে লাক্সারিয়াস গাড়ি, সুনয়না নারী নিয়ে সুখ স্বাচ্ছন্দে ডুপ্লেক্স বাড়িতে থেকে শুধুমাত্র প্রভাবশালীদের বার্তাবাহকের ভূমিকা পালন করছেন।তারা গণমাধ্যম থেকে গণ বাদ দিয়ে যে অর্থমাধ্যম হিসেবে পরিচালনা করে আসছিলেন তা এবার জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।
সাদাকে সাদা আর কালোকে কালো বলতেও পারছেন না। তোষামোদি মানসিকতা আর অর্থান্ধ হওয়ায় অর্থদাতার দোষ দুই চোখেও দেখতে পায়না। প্রকাশের শীর্ষে থাকা পত্রিকায় প্রকাশ পায়না সে বিষয়; যা নিয়ে দেশদুনিয়ায় চলছে তোলপাড়।তবু তারা মূলধারা ধরে রেখেছে।
গত ২ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের অব্যাহত সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হত্যার প্রতিবাদে কলম বিরতির ডাক দিয়েছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।সেদিন অনুমান করেছিলাম বাংলাদেশ উন্নয়নের দর্পন বা আয়নার স্বচ্ছতা কতটা হারাতে বসছে।পুঁজিবাদীদের পা চাটা গোলামীর চাকচিক্যের কাছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অসহায় হয়ে পড়েছে।দুর্নীতি আর অন্যায়ের কাছে আপোষহীন সাংবাদিকদের সংবাদপত্র এখন মুখ থুবড়ে পড়ে রয়েছে।প্রেসে এখন সাদাকালো প্রিন্টের কপিও ছাপাতে পারছেনা।পারছেনা পরিবারের খরচ জোগাতে।দরিদ্রতার দহনে জ্বলে জ্বলে শেষ তবু অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করেন না।এমনসব সাংবাদিকদের মহান রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা প্রদান করতে হয়।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা প্রদান করেনা যেসব রাষ্ট্র; সেই সব রাষ্ট্রকেই অন্যায়কারিদের পৃষ্ঠপোষকতা গ্রহণ করতে বাধ্য হতে হয়।
States that do not provide patronage to journalists who speak out against injustice; those states have to accept the patronage of the wrongdoers. -NNC
Whenever a transparent mirror loses its ability to see the situation from side to side, then garbage starts to accumulate on the other side. Similarly, when the media of a country deviates from neutrality, accountability and transparency, then that country becomes a sanctuary of criminals. Now the nation has come to know. It is now clear to the nation that the media has been playing the role of mass control.
In today’s world, the scope of news media has increased. Newspapers or newspapers, radio-television or TV have been added to the online version of this. Twelve newspapers are playing in the power of the net world. Radio-TVs are also attracting people’s attention to social media. YouTube and Facebook The message of justice in the country’s media is no longer crying silently. Marginal issues are also seen to be in the headlines now.
Those who were starting to use the media as a means of mass control; Their dream is no longer to be fulfilled; Because Android has also reached the hands of the poor in the net world. Even the uneducated are scrolling to know all the news of the country and abroad in an instant. Even in such an age of radical change, behind the sign boards of the media, there is a controversy about the mainstream of arrogance. While all these journalists are playing the role of mass messengers from air-conditioned offices and top industrialists’ parties, clubs and houses, luxurious cars, happy women with duplex houses, they are just playing the role of mass messengers. This time it has become clear to the people that they were operating as a medium of exclusion.
You can’t even say white white and black black. The flatterer mentality and being blind can’t see the fault of the financier with both eyes. The issue is not published in the top magazines; The country is fighting over it. However, they have kept the mainstream.
On March 2, the Bangladesh Mofassal Journalists Forum BMSF called for a pen break in front of the National Press Club to protest the ongoing torture, lawsuits and killings of journalists in the country. On that day, guessed how much Bangladesh is losing the clarity of the mirror of capitalism. Newspapers of journalists who are uncompromising in the face of corruption and injustice are now stunned. They can’t print even black and white newspaper. They are unable to provide for the family support. They burn in the fire of poverty but do not hesitate to hold a pen against injustice. .
States that do not provide patronage to journalists who speak out against injustice; those states have to accept the patronage of the wrongdoers.